বাংলা আর্টিকাল লেখার নিয়ম বিস্তারিত জানুন
আমরা যখন ওয়েবসাইটের মধ্যে কোন একটি বিষয় বাংলায় বর্ণনা করি তখন তাকে বাংলা
আর্টিকাল বলা হয়। আমরা বাংলা আর্টিকাল লেখার মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান
থেকে টাকা ইনকাম করতে পারি।
আমরা বাংলা বা ইংরেজি উভয় ধরনের আর্টিকাল লিখতে পারি। আর্টিকাল লেখার মাধ্যমে আমরা আমাদের ক্যারিয়ার গড়তে পারি।
সূচিপত্রঃ বাংলায় আর্টিকাল লেখার নিয়ম
আর্টিকাল লেখার জন্য কিছু বেসিক নিয়মঃ
আর্টিকাল লেখার জন্য বেশ কিছু নিয়ম মেনে কাজ করতে হই তাহলে কনটেন্টটি দেখতে
সুন্দর হই এবং পাঠকের দৃষ্টি আকর্ষ্ণ করে। যার মধ্যে উল্লেখযোগ্য আর্টিকাল এর
মধ্যে প্যারা ব্যবহার করা। প্যারা গুলো যেন খুব বড় বা ছোট না হয় সেইদিকেও খেয়াল
রাখা উচিত। একটি প্যারা সাধারনত দুই থেকে তিন লাইন এবং সর্বোচ্চ পাচ লাইনের হতে
হবে।
আর্টিকাল এর সাথে সামঞ্জস্য পূর্ণ ছবিঃ
আর্টিকাল এর সাথে সামঞ্জস্য পূর্ণ একটি ছবি দিতে হবে যাতে ছবি দেখে কনটেন্ট
সম্পর্কে অবগত হতে পারে । আমরা সাধারণত ভূমিকার নিচে কনটেন্ট রিলেটেড একটি ইমেজ
আপলোড করে থাকি যাকে আমরা ফিচার ইমেজ বলা হয়। ছবি ব্যবহারের ক্ষেত্রে আমরা নিজের
তৈরি করা ইমেজ বা গুগল থেকে Creative Commons এর মধ্যে যেই সকল পিকচার আছে সেগুলো
ব্যবহার করতে পারি।
আর্টিকাল এর একটি সূচিপত্রঃ
আর্টিকাল এ ভূমিকা এবং ফিচার ইমেজ যুক্ত করার পর আমরা একটি সূচিপত্র যুক্ত করব।
তাহলে পাঠক আর্টিকালের বিভিন্ন টপিক সহজে খুজে পাবে এবং পড়ার উপর কোন আগ্রহ
হারাবে না।
কম্পিউটারে বাংলা টাইপ করতে যা প্রয়োজন হবেঃ
আমরা কম্পিউটারে বাংলা টাইপ করার জন্য বিভিন্ন ফরমেট ব্যবহার করে থাকি যার মধ্যে
সবচেয়ে বেশি ব্যবহৃত ফরমেট হলো বিজয় ক্লাসিক, ইউনিকোড, অভ্র কী ইত্যাদি। ওয়েব
সাইটে লেখার জন্য আমরা সাধারনত ইউনিকোড বা অভ্র ব্যবহার করে থাকি
আরো পড়ুনঃ বাংলা লেখার নিয়ম
বাংলা আর্টিকাল লেখার মূল নিয়মঃ
বাংলা আর্টিকাল লেখার ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে গুরুত্ব দিতে হবে। আমরা বাংলা লেখার
সময় অবশ্যই বাংলা ব্যকারণ এর উপর গুরুত্ব দিতে হবে। পাশাপাশি লেখার সময় আমরা
সহজবোদ্ধ ভাষা ব্যবহার করব। যাতে পাঠক সহজে আমাদের কথা বুঝতে পারে। যদি কঠিন শব্দ
ব্যবহার করি তাহলে পাঠক মানে বুঝতে পারবে না এবং পড়ার প্রতি আগ্রহ হারাবে। আরো
দেখতে হবে যেন আর্টিকাল লেখার সময়
যেন গুরুচন্ডালী দোশ না হয়। আবার আমরা বাংলা অনেক বানান আমাদের অজানতে ভুল করে
থাকি। সুতরাং বাংলা বানানের দিকেও লক্ষ্য রাখতে হবে।
SEO Friendly বাংলা আর্টিকালঃ
SEO হলো Search Engine Optimization। আমরা বিভিন্ন বিষয় জানার জন্য আমরা গুগলে সার্চ করে থাকি যা থেকে আমরা বিভিন্ন জিনিস খুজে পেয়ে থাকি । এই ধরনের শব্দগুলোকে একত্রে Keyword বলা হয়ে থাকে। আমাদের উচিত নিজেদের ওয়েবসাইটের জন্য এমন কিছু Keyword খুজে বের করা এবং আমাদের আর্টিকালের মধ্যে তা যুক্ত করা। Keyword যত ভাল হবে আমাদের লিখা আর্টিকাল তত দ্রুত গুগলে র্যাংক করবে।
আসা করি আমাদের বাংলা আর্টিকাল লেখার নিয়ম সম্পর্কে অবগত হয়েছেন। আরো কিছু জানার আগ্রহ থাকলে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট bdtreat24.com
Bdtreat24 নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url